ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

জিমেইল-এ ইমেইল শিডিউলও করতে পারেন যেভাবে

জিমেইল-এ ইমেইল শিডিউলও করতে পারেন যেভাবে
জিমেইল-এ ইমেইল শিডিউলও করতে পারেন যেভাবে

অনেক সময় গভীর রাতে অথবা কাকভোরে ইমেইল লিখতে পছন্দ করেন অনেকে। কিন্তু, সেই সময় জরুরি কোনও ইমেইল পাঠালে আপনার বস বা কলিগ বা অন্য কোনও পরিচিত কেউ যে রাগাশ্রয়ী হয়ে উঠতে পারেন, তা কি ভেবে দেখেছেন?

আর সেই সমস্যা থেকেই মুক্তি দিতে জিমেইলনিয়ে এসেছে দুর্দান্ত এক ফিচার। এই ফিচারে যে কোনও ইমেইল লিখে, তা নির্দিষ্ট সময়ে শিডিউলও করা যাবে।

আর তার পরে আপনাকে এক্কেবারে চিন্তা করতে হবে না! যথা সময়েই তা প্রাপকের কাছে পাঠিয়ে দেবে জিমেইল। কিন্তু, কী ভাবে করবেন এই কাজ? মোবাইল (অ্যান্ড্রয়েড ও আইফোন), কম্পিউটার - সব মাধ্যম থেকেই সেই উপায় জেনে নিন।

কম্পিউটার থেকে জিমেইল শিডিউল করবেন কী ভাবে?

* প্রথমেই ব্রাউজারে জিমেইলওপেন করুন।

* Compose বাটনে ক্লিক করে ইমেইল লিখে ফেলুন।

* ইমেইল লেখা ও শেষ হলে প্রাপকের ইমেল আইডি ও সাবজেক্ট দিয়ে দিন।

* এর পরে সেন্ড বাটনের পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করুন।

* এবার সিডুইল সেন্ড অপশনে ক্লিক করুন।

* তার ঠিক পরেই আপনি কবে, কোন সময়ে, সেই ইমেইল পাঠাতে চান, তা সিলেক্ট করতে হবে।

* তার জন্য পিক ডেট এন্ড টাইম সিলেক্ট করুন।

* এবার ক্যালেন্ডার থেকে দিন সিলেক্ট করে, সময়ও বেছে নিন।

* স্ক্রিনের ডান দিকে নীচে সিডুইল সেন্ড সিলেক্ট করুন।

এবার কম্পিউটার থেকে সেই শিডিউলড্ ইমেইল বাতিল করবেন কী ভাবে?

* জিমেইলহোম পেজ ওপেন করে বাঁ দিকে সিডুইল সিলেক্ট করুন।

* এখানে আপনার শিডিউল করা সব ইমেইল দেখতে পাবেন।

* যে ইমেইল বাতিল করতে চান, সেটিকে সিলেক্ট করে কেন্সেল সেন্ড অপশনটি বেছে নিন।

মোবাইল থেকে জিমেইল শিডিউল করবেন কী ভাবে?

* আইফোন অথবা অ্যানড্রয়েড স্মার্টফোন থেকে জিমেইল অ্যাপ ওপেন করুন।

* এবার যে ইমেইল শিডিউল করতে চান, সেটিকে Compose করুন।

* অ্যানড্রয়েড ফোনে ডান দিকে উপরে থ্রি ডট মেনু দেখতে পাবেন। সেই মেনুতে ট্যাপ করুন।

* এবার পপ-আপ মেনুতে সিডুইল সেন্ড সিলেক্ট করুন।

* যে সময়ে এই ইমেইল পাঠানে চান সেই সময় সিলেক্ট করুন।

মোবাইল থেকে শিডিউল করা ইমেইল বাতিল করবেন কী ভাবে?

* জিমেইল অ্যাপ ওপেন করুন।

* এবার বাঁ দিকে উপরে হ্যামবার্গার মেনু সিলেক্ট করে, তা ওপেন করুন।

* এখানে সিডুইল ট্যাব সিলেক্ট করুন।

* এবার যে ইমেইল বাতিল করতে চান, সেটি সিলেক্ট করুন।

* সব শেষে কেন্সেল সেন্ড আইকনে ট্যাপ করুন।সেন্ড আইকনের সঙ্গে একটি x যুক্ত থাকবে।

জিমেইল,ইমেইল,শিডিউল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend